Home
» ডেটলাইন ঢাকা by Partha Chattopadhyay

About the Book | |||
সালের ডিসেমবর শতরমুকত ঢাকায় অনয বিদেশি সাংবাদিকদের সঙগে পরবেশ করেন পারথ চটটোপাধযায়। সালের ডিসেমবর মাসে যুদধবিধবসত বাংলাদেশের পরিসথিতি কেমন ছিল পরতযকষদরশীর বিবরণ রয়েছে এই বইটিতে। দিনলিপির ধাঁচে লেখা বইটির পরাঞজল বরণনায় চোখের সামনে উপসথিত ঐতিহাসিকMore১৯৭১ সালের ১৭ ডিসেম্বর শত্রমুক্ত ঢাকায় অন্য বিদেশি সাংবাদিকদের সঙ্গে প্রবেশ করেন পার্থ চট্টোপাধ্যায়। ১৯৭১ সালের ডিসেম্বর মাসে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পরিস্থিতি কেমন ছিল প্রত্যক্ষদর্শীর বিবরণ রয়েছে এই বইটিতে। দিনলিপির ধাঁচে লেখা বইটির প্রাঞ্জল বর্ণনায় চোখের সামনে উপস্থিত ঐতিহাসিক নানা ব্যক্তিত্ব: বেগম ফজিলুতেন্নেসা মুজিব, জগজিৎ সিং আরোরা, তাজউদ্দীন আহমদ, জহির রায়হান, মাওলানা ভাসানীসহ আরও অনেকে। ৭২ সালেই বইটির প্রিন্ট ফুরিয়ে যায়। | |||